বঙ্গবন্ধু আমাদের আশা- আকাঙ্খা ও স্বাধীনতার প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ ডিঙিয়ে বাংলাদেশ ছাপিয়ে সমগ্র বিশ্বের বঞ্চিত-নিপীড়িত মানুষের হৃদয়ে আসন করে নিয়েছেন। বিশ্বখ্যাত কিউবার সংগ্রামী নেতা ফিদেল ক্যাস্ত্রো বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেখে বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, হিমালয়সম মুজিবুর রহমানকে দেখলাম।’
অথচ, ১৫ আগস্টের ভয়াবহ রাতে, ঘাতকরা নির্মমভাবে খুন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। বাংলাদেশের ইতিহাসের পাতায় লিখে রাখে এক কাল অধ্যায়।
আজ, ১৫ আগস্ট, তাই, শেফা ইন্সটিটিউট সশ্রদ্ধ সালাম জানায় জাতির পিতা এবং মর্মান্তিক ১৫ আগস্ট শহীদ হওয়া সকলের বিদেহী আত্মার প্রতি।
মুজিব চেতনায় জাগ্রত, হৃদয়ে স্পন্দিত, আরো শক্তিশালী, আমাদের অন্তরে দীপ্তিমান সর্বদাই।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব এনামুর রহমান এর সম্মানিত সহধর্মিণী মিসেস এনামুর রহমান, জাতীয় শোক দিবসে শেফা ইন্সটিটিউটে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে।









